Lokkho takar Moyna pakhi kie bole (লক্ষ টাকার ময়না পাখি কিন্তু কি কথা বলে )

এ এক অন্য ভালোবাসার গল্প। ভালোবাসা যা ভাষা বোঝেনা, ভালোবাসা যা বাঁধা মানে না। একে অপরকে চোখে হারায় ওরা। ওরা মানে নুটু আর ভানু। ওদের ভালোবাসার খবর এখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিন্দোল এলাকার উত্তর মৌজগায়ের মানুষের কাছে মুখোরোচক আলোচনা। নুটু, ভানুকে আপনিও কি চেনেন না ? চলুন তবে দেখে নিন।