পরিশ্রমী নয় বুদ্ধিদীপ্ত পড়াশুনা করার উপায় - Motivational Video in BANGLA – How We Learn summary

বাংলা সাহিত্যের ইতিহাস অনেক পুরোনো। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের মাধ্যমে এর যাত্রা শুরু। ১৯০৭ সালে নেপালের রাজ দরবার থেকে চর্যাপদের পুঁথিটি পাওয়া যায়। এরপর ১৯১৬ সালে এটি প্রকাশিত হয়। তারপর থেকেই শুরু বাংলা ভাষা উদ্ভব ও বিকাশ নিয়ে গবেষণা। কিন্ত প্রশ্ন হচ্ছে- হরপ্রসাদ শাস্ত্রী নেপালেই বা গেলেন কেন? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বাংলায় না হয়ে তা নেপালে পাওয়া গেলো কেন? প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই চর্যাপদ থেকে প্রশ্ন আসে। আশা করি এই ভিডিওটি দেখলেই চর্যাপদ সম্পর্কে সব ধারণা পরিষ্কার হয়ে যাবে- Presenter: Omar Faruq University of Dhaka Cell: 01921-122611 Founder: অনুশীলন প্রাইভেট কেয়ার শনির আখড়া, কদমতলী, দনিয়া, ঢাকা-১২৩৬ Our facebook group: www.facebook.com/groups/onushilon313 Our youtube channel: www.youtube.com/c/OmarFaruq313